Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডোমারে ফেনসিডিলসহ ৩ জন গ্রেফতার

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৯:৩৯ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৯:৩৯ PM

bdmorning Image Preview


নীলফামারীর ডোমার উপজেলায় ১৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ডোমার পৌরসভার বসতপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ (৪৫), বোড়াগাড়ি ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ি কাকতলী এলাকার জাহিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান আশিক (২৬) ও গোমনাতি ইউনিয়নের বাজারপাড়া এলাকার সহিদুল ইসলামের ছেলে কামরুজ্জামান সাবলু (২৫)।

এর আগে শুক্রবার ভোর রাতে উপজেলার গোমনাতি ইউনিয়নের বাজারপাড়া এলাকার মাদক ব্যবসায়ী কামরুজ্জামান সাবলুর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল (ডোমার-ডিমলা) জয়ব্রত পাল ও ডোমার থানার ওসি মকছেদ আলীর নেতৃত্বে সঙ্গীয়ফোর্স সাবলুর বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরে টিনের একটি ট্রাঙ্ক থেকে ১৫ বোতল ফেনসিডিল, ১০ হাজার টাকা ও একটি ডিসকভার মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়।

ডোমার থানার ওসি মোকছেদ আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নতুন মাদক আইনে একটি মামলা করা হয়েছে। এছাড়াও কালামের বিরুদ্ধে অস্ত্র মামলা ও আশিকের বিরুদ্ধে অটোরিক্সা ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। 

 

Bootstrap Image Preview