Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে ইংরেজি ভাষা শিক্ষা প্রশিক্ষণের উদ্বোধন

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৮:৫৮ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৮:৫৮ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগরে তিন দিনব্যাপী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ইংরেজি ভাষা শিক্ষা প্রশিক্ষণের উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জানুয়ারি) উপজেলায় ভাব-বাংলাদেশের আয়োজনে বর্ষা রিসোর্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।

ভাব-বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম এ আলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রশিক্ষণের প্রশিক্ষক অষ্ট্রেলিয়ার রোটারী ক্লাব অব হুইলার্স হিলের চেয়ারম্যান ভাষাতত্ববিদ আমিন রহমান, জ্যামোস মোবাইল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক জোবেদা রহমান, শ্যামনগর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, প্রধান শিক্ষক শিবাশিষ মন্ডল প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল আলিম, ওসমান গণি প্রমুখ।

প্রশিক্ষণে ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৫জন শিক্ষার্থী ও ১৪জন ইংরেজি শিক্ষক অংশগ্রহণ করেছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভাষা চর্চা করা খুব প্রয়োজন। ইংরেজি ভাষা শুদ্ধ উচ্চারণ, মুখে বলার অভ্যাস করা স্কুল জীবন থেকে শুরু করা প্রয়োজন।

অনুষ্ঠানে অষ্ট্রেলিয়ার রোটারী ক্লাব অব হুইলার্স হিলের সহায়তায় দরিদ্র ১৫ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র প্রদান করেন অতিথিবৃন্দরা। 

Bootstrap Image Preview