Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পৃথিবীর ৭৭ শতাংশ মানুষের ঘুম ভাঙে স্মার্টফোনের মাধ্যমে: পলক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৯:৩৭ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০৯:৩৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, পৃথিবীর ৭৭ শতাংশ মানুষের ঘুম ভাঙে স্মার্টফোনের মাধ্যমে। বিশ্ব এখন প্রযুক্তির উপর ভাসছে। যে যতটুকু অর্জন করতে পারছে সে সেভাবে এগিয়ে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৪ সালের ১৪ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করে গেছেন। তাঁর হাত ধরেই তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়ন শুরু। আজ বাংলাদেশ মহাকাশে স্যাটলাইট উৎক্ষেপন করেছে। দ্বিতীয় স্যাটলাইট উৎক্ষেপনের কার্যক্রম গ্রহণ করে কাজ করে যাচ্ছে। তৃতীয় সাব-মেরিন ক্যাবলের কথা চিন্তা করছে।

তিনি বলেন, আমরা শুধু আমদানি নির্ভর না হয়ে উৎপাদনেও মনযোগ দেব। আমাদের জনশক্তিকে কাজে লাগাবো। কর্মসংস্থান সৃষ্টি করবো এ খাতে।

পলক বলেন, ২০১১, ১২ সালে এক শতাংশ স্মার্টফোন আমদানি হতো আজ সেটি বছরে সাড়ে ৩ কোটিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, সংবিধানের ১৬ অনুচ্ছেদে গ্রামকে আধুনিক করার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু। আজ সেই গ্রাম উন্নয়নের দিকে যাচ্ছে। এখন ৯৮ শতাংশ গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। গ্রামের মানুষ আধুনিক টেকনোলজি ব্যবহার করছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না তিনি তা বাস্তবায়ন করে দেখান।

আজ বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকার আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু হয়েছে। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

মেলাটির পরিকল্পনাকারী মুহাম্মদ খান জানান, এটি ১১তম মেলা। এটিতে অংশ নিয়েছে বিশ্বখ্যাত স্মার্টফোন ও ট্যাবলেট প্রস্তুতকারী কোম্পানিগুলো। তারমধ্যে হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, ইউ, গোল্ডেনফিল্ড, মটোরোলা, নকিয়া, আইফোন, ইউসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, এডিএ, ম্যাক্সিমাস এবং ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকমসহ বিভিন্ন ব্যান্ডের প্রতিষ্ঠান।

Bootstrap Image Preview