Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধানের শীষ প্রার্থী সাইফুল ইসলামকে কারাগারে প্রেরণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ১০:১৮ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ১০:২৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ঝিনাইদহ-৪ আসনে সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ জানুয়ারি) দুপুরে হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করলে অতিরিক্ত ৪র্থ মহানগর দায়রা জজ মাকসুদা পারভীন ও সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান জামিন নামঞ্জুর করেন।

সাইফুল ইসলাম ফিরোজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

আসামিপক্ষের আইনজীবী উজ্জ্বল হোসেন ও বাদল ব্যাপারী জানান, রমনা মডেল থানার দুটি মামলায় হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করেন। আদালত জামিন নামঞ্জুর করে সাইফুল কে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলায় তিনি এজাহারভুক্ত আসামি নন। রাজনৈতিক ভাবে হয়রানি করার জন্য পরে তাকে আসামি করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে ঢাকার পরীবাগে দু'জন মোটরসাইকেলে চড়ে একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় দু'জন আহত হন। পরে ঢাকা মেডিকেলে আহতরা মারা যান। মামলার এজাহারে নাম না থাকলেও পরে চার্জশিটে সাইফুল ইসলাম ফিরোজকে আসামি করা হয়।

Bootstrap Image Preview