Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে বেড়েছে চালের দাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ১১:০৩ AM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ১১:০৩ AM

bdmorning Image Preview


বছরের শুরুতে রাজশাহীর বাজারে বেড়েছে চালের দাম। পাইকারি ও খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা।

বিক্রেতারা বলছেন, ধানের সরবরাহ কম থাকায় বেড়েছে চালের দাম। সরবরাহ স্বাভাবিক হলে কমে যাবে।

নগরীর কাদিরগঞ্জ এলাকার নিউ আদর্শ শস্যভাণ্ডারের মালিক জসিম মণ্ডল জানান, ৮৪ কেজির মিনিকেট বস্তা ৩ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৭৫০ টাকা হয়েছে। এ ছাড়া ৫০ কেজির বস্তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ বা ২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিআর-২৮ ৮৪ কেজির বস্তা ৩ হাজার ২০০ থেকে বর্তমানে ৩ হাজার ৪৫০ বা ৩ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিআর-২৮ পঞ্চাশ কেজির বস্তা ২ হাজার ১০০ থেকে বর্তমানে ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া বেড়েছে সুগন্ধি চালের দামও। চিনিগুড়া বা কালোজিরা ৭২ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বর্তমানে ৭৬ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারে। পাইকারি বাজারে চালের দাম বাড়ার কারণে খুচরা বাজারে বেড়েছে কেজিপ্রতি দুই থেকে তিন টাকা।

Bootstrap Image Preview