Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় ৪৮তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০৩:৪৩ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০৩:৪৫ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ি জেলাস্থ মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় স্কুল ও মাদ্রাসার ৪৮তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জানুয়ারী) মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার সকল স্কুল, মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে সারাদিন ব্যাপি নানা ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম।

উক্ত ক্রীড়ায় ভলিবল (বালক), মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ভলিবল (বালিকা), মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ক্রিকেট (বালক), মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ক্রিকেট (বালিকা), মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ব্যাডমিন্টন একক (বালক), খেদাছড়া উচ্চ বিদ্যাবল ব্যাডমিন্টন একক (বালিকা), মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যাবল ব্যাডমিন্টন দ্বৈত (বালক), খেদাছড়া উচ্চ বিদ্যালয় ব্যাডমিন্টন দ্বৈত (বালিকা), মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় দৌড় ১০০ মি. বালক।

এতে (ক) গ্রুপে ১ম গোমতী বিকে উচ্চ বিদ্যালয়, ২য় তাইন্দং উচ্চ বিদ্যালয় দৌড় ১০০ মি.বালিকা, (ক) গ্রুপ ১ম মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ২য় মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় দৌড় ২০০ মি.বালক (বড়), ১ম খেদাছড়া উচ্চ বিদ্যালয়, ২য় মাটিরাঙ্গা মিউনিপ্যাল উচ্চ বিদ্যালয় দৌড় ২০০ মি. বালিকা (বড়), ১ম মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, ২য় মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সভাপতির বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মাদকাসক্ত থেকে দূরে রাখে, শিশুর মেধা ও মননের বিকাশ ঘটায়, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা হিসেবে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোহতাছিম বিল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর হক, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন খন্দকারসহ উপজেলার প্রায় সকল প্রতিষ্ঠানের শরীর চর্চার শিক্ষকগণ উপস্থিত থেকে খেলাধুলা পরিচালনা করেন। 

Bootstrap Image Preview