Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুরাদ হাসান স্বাস্থ্য প্রতিমন্ত্রী হওয়ায় সরিষাবাড়ীতে আনন্দের বন্যা

জামালপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ১০:৫৩ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ১০:৫৩ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ি আসনে ডাঃ মুরাদ হাসান ২য় মেয়াদে এমপি নির্বাচিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন। প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরের সরিষাবাড়ীর বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।

সোমবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার পর বঙ্গভবনের দরবার হলে তিনি শপথ নেন। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নতুন মন্ত্রি সভার সদস্যদের শপথ পড়ান।

নিয়ম অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী, পর্যায়ক্রমে ২৪ মন্ত্রী, ২৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রীরা শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত নেতা এডভোকেট মতিয়র রহমান তালুকদারের উত্তরসূরি ডাঃ মুরাদ হাসান এমপি নির্বাচিত হয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় উপজেলার সর্বত্র আনন্দের জোয়ার বইছে।

ডাঃ মুরাদ হাসানকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ায় দলের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সরিষাবাড়ী প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশিল সমাজের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডাঃ মুরাদ হাসানকে অভিনন্দন জানান  এ ঘটনায় সরিষাবাড়ীর আওয়ামী পরিবারসহ সর্বত্র আনন্দের জোয়ার বইছে।

Bootstrap Image Preview