Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘গরিব-গরিবের দুঃখ বোঝে’ ধর্ষিতাকে দেখতে গিয়ে হিরো আলম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৬:১৪ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৬:২১ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার সেই গৃহবধূকে দেখতে গেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে পুনরায় আলোচনায় আসা আশরাফুল আলম ওরফে হিরো আলম।

আজ শনিবার সকালে নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবারের সাথে দেখা করে হিরো আলম বলেন,গরিব-গরিবের দুঃখ বোঝে, তাই আমি এতদূর থেকে ছুটে এসেছি । এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমি চাই তাদের ফাঁসি হোক, এমন ঘটনা যেন আর বাংলার মাটিতে না ঘটে।

হিরো আলম বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন আমাকেও মারধর করা হয়েছে। আমার বিচার পরে, আগে আমার এই বোনকে নির্যাতনকারীদের বিচার করুন।

নোয়াখালী হাসপাতাল থেকে হিরো আলম পরে সুবর্ণচরে নির্যাতিত গৃহবধূর বাসায় যান। সেখানে তার মেয়ের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন।

উল্লেখ্য, সুবর্ণচরের ঐ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলার উপর ভিত্তি করে এখন পর্যন্ত মোট সাতজন আসামী আটক হয়েছে।

Bootstrap Image Preview