Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীর চারটি আসনেই মহাজোট প্রার্থীর জয়

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ১১:২৪ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ১১:২৪ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর ৪টি আসনে মহাজোটের ৪জন প্রার্থী বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে দুইজন ও লাঙ্গল প্রতীক নিয়ে দুই জন।

রবিবার (৩০ ডিসেম্বর) ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজিয়া শিরিন বেসরকারিভাবে এই চারজনের ফলাফল ঘোষণা করেন।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আফতাব উদ্দিন সরকার। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭৮৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৮৮ হাজার ৭৯১ ভোট।

নীলফামারী-২ (সদর) আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মহাজোটের প্রার্থী আসাদুজ্জামান নুর। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৩০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী মনিরুজ্জামান মন্টু ভোট পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে লাঙ্গল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মহাজোটের  প্রার্থী মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ২২৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী আজিজুল ইসলাম পেয়েছেন ৪৪ হাজার ৯৩ ভোট।

নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরীগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী আহসান আদেলুর রহমান। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৯৩০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের সহিদুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ২৯৪ ভোট।

Bootstrap Image Preview