Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার মোটরসাইকেলে আগুন

রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০২:৫৯ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০২:৫৯ PM

bdmorning Image Preview


নির্বাচনের আগে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে এক যুবলীগের নেতার মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। 

বুধবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, জামালপুর ইউনিয়নে নির্বাচনী কাজ শেষ করে রাত সাড়ে ১২টার দিকে জেলা যুবলীগের সহ সম্পাদক আবু মোতাহার হোসেন সুবর্ণ মোটরসাইকেলে করে শহরে ফিরছিল।

এসময় শিবগঞ্জ বাজারে পৌঁছলে ১৫-২০ জন লোক এসে তার পথরোধ করে লাঠিসোটা দিয়ে মারপিট করে। এক পর্যায়ে তারা যুবলীগ নেতার মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে পালিয়ে যায়। 

যুবলীগের নির্বাচনী কমিটির জামালপুর ইউনিয়নের সমন্বয়কারী যুবলীগ নেতা আবু মোতাহার হোসেন সুবর্ণ বলেন, আকস্মিকভাবে জামালপুর ইউনিয়নের বিএনপি-জামায়াত কর্মীরা এসে আমার পথরোধ করে মারধর করে এবং আমার টিভিএস ১০০ সিসি গাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। 

ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযোগ পেলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান, ওসি আশিকুর রহমান। 

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল বলেন, নির্বাচনের কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য বিএনপি-জামায়াতের লোকজন বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদের উপর নির্যাতন করছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান তিনি। 
 

Bootstrap Image Preview