Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আ'লীগ প্রার্থী রুহুলকে সমর্থন দিল জাপা নেতৃবৃন্দ

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:৩৯ AM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:৩৯ AM

bdmorning Image Preview


চাঁদপুর- ২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. নুরুল আমিন রুহুলকে সমর্থন জানিয়েছেন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা জাতীয় পার্টি, জাতীয় যুবসংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, ছাত্রসমাজ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (২৪ ডিসেম্বর) সকালে লুধুয়া স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এক সভায় মহাজোট প্রার্থী হিসেবে রুহুলকে সমর্থন জানান জাপা নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নৌকার প্রার্থী নুরুল আমিন রুহুল বলেন, আসন দেশের উন্নয়নের স্বার্থে সকলে মিলে মিশে কাজ করি। তাহলে দেশে দ্রুত উন্নয়নে শিখরে পৌছে যাবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসুন সকলে মিলে মিশে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতা আনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ জাতীয় পার্টি মহাজোট সংগঠন। তাই দুই দলের নেতাকর্মীরা একযোগে কাজ করলে নৌকার বিজয় নিশ্চিত হবে। আমরা সকলে সকলের ভাই ভাই। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই। তিনি দলমত নির্বিশেষে চাঁদপুর- ২ আসনে নৌকার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

চাঁদপুর জেলা জাপার সাবেক সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা জাপার সভাপতি কাইয়ুম খান এবং উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ইসমাইল খান টিটু যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, মতলব দক্ষিণ জাপার সভাপতি শংকর নাগ, সাধারণ সম্পাদক সেলিম সরকার, মতলব উত্তর উপজেলা জাপার সভাপতি মিয়া শাহজাহান, সাবেক কেন্দ্রীয় যুবসংহতির নেতা জিশান আহমেদ রিপন, উপজেলা যুবসংহতির আহ্বায়ক অ্যাড. শামীমুল ইসলাম, সদস্য সচিব প্রভাষক আলমাছ মিয়া, যুগ্ম-আহ্বায়ক আজহার মুফতী, কেন্দ্রীয় যুবসংহতির প্রাদেশিক সম্পাদক সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন সিদ্দিকী, ছেঙ্গারচর পৌর জাপার সভাপতি আবুল কালাম আজম, মতলব দক্ষিণ যুবসংহতির সাধারন সম্পাদক মিজানুর রহমান, শ্রমিক পার্টির আহ্বায়ক একে আজাদ, পৌর যুবসংহতির সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ। 

এসময় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা জাতীয় পার্টি, জাতীয় যুবসংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, ছাত্রসমাজ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নৌকার প্রার্থী অ্যাড. নুরুল আমিন রুহুলকে হাত উঁচু করে সমর্থন জানান।

Bootstrap Image Preview