Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৩ বছর যাবৎ অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ 

আবু জাফর সিদ্দিকী, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৪ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৪ PM

bdmorning Image Preview


বড়াইগ্রামের রুহুল আমীন রুবেলের ব্যক্তিগত তহবিল থেকে দুস্থদের মাঝে ৩ কেজি করে খাবার চাউল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে ৩০০ জন অসহায় ও দুস্থদের মাঝে চাউল বিতরণ ও আগুনে পুড়ে যাওয়া দুইটি পরিবারকে তৈরি করে দেওয়া ঘরের উদ্বোধন করেন ঐ সমাজ সেবক রুহুল আমীন রুবেল।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নজরুল ইসলাম, সিদ্দিক, ইমরাজ উদ্দিন, মিলন সরকার, আলহাজ, ফোরমান মুনসীসহ প্রমুখ।

এসময় বিশিষ্ট সমাজ সেবক রুহুল আমীন রুবেল বলেন, দীর্ঘ ১৩ বছর যাবৎ আমি প্রতি শুক্রবারে এভাবেই অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করি আমার নিজস্ব তহবিল থেকে। কেননা এদের মুখে হাসি দেখলে আমার ভাল লাগে এবং আগুনে পুড়ে যাওয়া দুই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমি ধন্য।

তিনি আরও বলেন, আমি সবসময় গরীব অসহায় মানুষদের পাশে ছিলাম, আছি, থাকবো। ভূমিহীন, এতিম, গরীব মেয়েদের বিবাহ থেকে শুরু করে সকল প্রকার সেবামূলক কাজ আমি আমার সাধ্য মত তাদের সহযোগিতা করার চেষ্টা করি।

এভাবে সমাজের সকল সচেতন মানুষদেরকে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।  

Bootstrap Image Preview