Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'সুষ্ঠু নির্বাচনের জন্য কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে'

পাইকগাছা প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৪ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৪ PM

bdmorning Image Preview


খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ হেলাল হোসেন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে নির্বাচন কমিশন ও প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

আজ বুধবার দুপুরে পাইকগাছা সরকারি কলেজ মাঠে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপর নির্ভর করে একটি সুষ্ঠু নির্বাচন। নির্বাচনকালীন সময়ে যুক্তিসংগত কারণ ছাড়া বহিরাগত কোন ব্যক্তি এলাকায় থাকতে পারবেন না। এলাকার নাগরিক ও ভোটার ছাড়া কাউকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি ব্লেন, কমিশনের নির্দেশিত ব্যক্তি ছাড়া কেউ যাতে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে কর্মকর্তাদের সতর্ক থাকার কথা বলেন। গণমাধ্যমকর্মীরা কেন্দ্রের ভিতরে যাওয়ার অনুমতি পেলেও কেন্দ্রের নির্দিষ্ট সীমারেখার বাইরে থেকে লাইফ সম্প্রচার করতে পারবে।

হেলাল হোসেন বলেন, প্রত্যেকটি কেন্দ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার এসএম শফি উল্লাহ বলেন, অতিতের ন্যায় এবারের নির্বাচনে জ্বালাও পোড়াও এ ধরণের কর্মকান্ডের কোন সুযোগ নাই। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও ম্যাজিস্ট্রেট সহ ৪ স্তর বিশিষ্ঠ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যারা অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে তাদেরকে নির্বাচনের আগেই আটক করা হবে। অতএব নির্বাচনে কোন নাশকতার সুযোগ থাকবে না সকলের প্রচেষ্টায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে পুলিশের উর্দ্ধতন এ কর্মকর্তা সাধারণ মানুষকে আশ্বস্ত করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জুলিয়া সুকায়না’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজাহারুল ইসলাম, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নব কুমার, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোহাঃ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ মোঃ আব্দুল আউয়াল, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও ওসি আমিনুল ইসলাম বিপ্লব।

Bootstrap Image Preview