Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নৌকার নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, আটক ৭

পাইকগাছা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৮:১৩ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৮:১৩ PM

bdmorning Image Preview


খুলনার পাইকগাছায় নৌকা প্রতীকের নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ জামায়াত নেতা সহ ৭ ব্যক্তিকে আটক করেছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা উপজেলার গদাইপুর মোড়ে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করে। এতে চেয়ার ও অফিসের বেড়া পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুধবার (১৯ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে যান নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। এরপর সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ হেলাল হোসেন, জেলা পুলিশ সুপার এসএম শফি উল্লাহ, জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজাহারুল ইসলাম, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নব কুমার ও উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং অফিসার জুলিয়া সুকায়না।

এ বিষয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় গদাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন বাদী হয়ে দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেছে। পুলিশ এ পর্যন্ত অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াত নেতা এ্যাডঃ আব্দুল মজিদ, সরদার আব্দুল মজিদ ও ডাঃ আব্দুস সাত্তারসহ ৭ জনকে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview