Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ১০ নারী পুলিশসহ আহত ২০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১০:০২ AM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ১০:১৩ AM

bdmorning Image Preview


ঝালকাঠির রাজাপুরে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১০ নারী পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে রাজাপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল মেডিক্যাল কলেজে হাসপাতালে উন্নত চিকিত্সার জন্য পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য এএসআই হাফিজ, কনস্টেবল মাহফুজ, লিমা, সুরাইয়া, আফরোজা, সুরমা, মরিয়ম, ময়না, সনিয়া, তামান্না, শামীমা, তন্নিসহ আরো বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল খায়ের রাসেল।

তিনি আরো জানান, বাসে থাকা পুলিশ সদস্যরা কমবেশি সবাই আহত হয়েছে।

পুলিশ জানায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সদস্যরা শনিবার সকালে বাত্সরিক ফায়ারিং প্রশিক্ষণ উপলক্ষে খুলনা গিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে পাঁচটি বেসরকারি বাসে করে ১৮০ পুলিশ সদস্য বরিশাল পুলিশ লাইনে ফিরছিলেন। ৩৬ জন পুলিশ সদস্য বহনকারী বেসরকারি বাসটি বরিশাল-পিরোজপুর সড়কের নৈকাঠি এলাকায় পৌঁছালে সামনের চাকা খুলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

খবর শুনে মেট্রোপলিটন পুলিশ ডিসি হেড কোয়াটার মো. হাবিবুর রহমান খান রাজাপুর হাসপাতালে ছুটে আসেন। এর আগে ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়দুর রহমানসহ অন্যান্য পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Bootstrap Image Preview