Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাস্তায় এমপিকে জড়িয়ে ধরে কাঁদলেন হাজারো নারী-পুরুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৬:০২ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৬:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে কাঁদলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বর্তমান সাংসদ ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ সময় তার অঝোরে কান্না দেখে কান্নায় ভেঙে পড়েন তার সমর্থকসহ সাধারণ জনতা। মহাসড়কেই শুরু হয় শোকের মাতম।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা থেকে সড়ক পথে গোবিন্দগঞ্জে ফেরেন এমপি আবুল কালাম আজাদ। তার আসার খবরে দুপুর থেকেই দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার নারী-পুরুষ দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় অপেক্ষা করতে থাকেন।

এমপি আবুল কালাম আজাদ গাড়ি থেকে নামার পরই মানুষের জনস্রোত দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন।

পরে দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে হাজার-হাজার নেতাকর্মীদের সঙ্গে কাঁদতে কাঁদতে হেঁটে উপজেলা পরিষদের সামনে পৌঁছান আবুল কালাম আজাদ। এ সময় ‘কালাম ভাই হারেননি, গোবিন্দগঞ্জের মাটি কালাম ভাইয়ের ঘাঁটি, কালাম ভাই আছেন, কালাম ভাই থাকবেন, কেন্দ্রীয় নেতারা কে কি করলেন জানতে চাই?' এমন স্লোগান দেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।

পরে নিজ বাসার সামনে আবুল কালাম আজাদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘জনপ্রিয়তা আর যোগ্যতা থাকার পরেও দল আমাকে মনোনয়ন দেয়নি। দল যোগ্য মনে করে একজনকেই মনোনয়ন দিয়েছেন। দল ও জননেত্রীর শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই সিদ্ধান্ত মেনে নিয়েছি। তাই কষ্ট ভুলে নৌকার পক্ষে সবাইকে কাজ করতে হবে।’

আবুল কালাম আজাদ আরও বলেন, ‘বিগত সময়ে আমি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড অব্যহত রেখেছি। নেতাকর্মীসহ সাধারণ মানুষের সুখ-দু:খে পাশে ছিলাম। এখনো সবার পাশেই আছি এবং থাকবো।’

Bootstrap Image Preview