Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খালেদার ৩ মনোনয়নপত্র কারাগারে পাঠানো হল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৫:৫২ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৫:৫২ PM

bdmorning Image Preview


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী মনোনয়নপত্র বাহক মারফত কারাগারে পাঠানো হয়েছে। তাঁর স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র পুনরায় সংশ্লিষ্ট দফতরে পাঠানোর কথা রয়েছে।

আগামী একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বৃহস্পতিবার পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে মনোনয়ন ফরম পাঠানো হয়।

নিয়ম অনুযায়ী কারাবন্দি কোনও আসামির মনোনয়নপত্রে সই নিতে হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে কাগজপত্র কারাগারে পাঠাতে হয়।

চেয়ারপারসন কার্যালয়ের দায়িত্বশীল এক নেতা সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম সচিব বিজন কান্তি সরকার বুধবার ঢাকা জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে ৩টি মনোনয়নপত্র ও আনুষাঙ্গিক কাগজপত্রাদি উত্তোলন করেন।

এর আগে গত ১২ নভেম্বর কারাবন্দি দলের প্রধানের জন্য ফেনী-১ (পরশুরাম উপজেলা, ফুলগাজী উপজেলা ও ছাগলনাইয়া), বগুড়া-৭ ও বগুড়া-৬ (সদর) আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।

সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরের পর ঢাকার জেলা প্রশাসক কার্যালয় থেকে খালেদা জিয়ার মনোনয়নপত্রের যাবতীয় কাগজপত্র ঢাকা কেন্দ্রীয় কারা সংশ্লিষ্ট দফতরে বাহকের মাধ্যমে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ সেই কাগজপত্র যাচাই বাছাই করে দেখবেন। তারপর সই নেয়ার জন্য খালেদা জিয়ার কাছে পাঠানো হবে। তার কাছ থেকে সই নেয়া হলে এরপরই সেটি কারা কর্তৃপক্ষ আবার জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়ে দেবে।

Bootstrap Image Preview