Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দল হিসেবে বিএনপি তুচ্ছ না : কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০১:২২ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০২:১২ PM

bdmorning Image Preview


দল হিসেবে বিএনপি তুচ্ছ দল নয়। তাই মনগড়াভাবে আমি বললেই চলবে না বিএনপি কত আসন পাবে। আমরা স্বপ্ন বিলাসী দল না। আমরা বাস্তববাদী দল। আমরা কত আসন পাবো সেটা জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, তবে আমরা সব হিসেবের অংকে এগিয়ে আছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো। জনগণ আমাদের যত ভোট দিবে যত আসনে বিজয়ী করবে সেটাই বড় বিষয়।

তিনি বলেন, বাংলাদেশে মিথ্যাচারের প্রোডাকশন অফিস হচ্ছে বিএনপি অফিস৷ তারা মনগড়া বক্তব্য দিচ্ছে।। নির্বাচন সুষ্ঠু হবে। বিদেশি পর্যবেক্ষক আসতে কোনো বাধ নেই। আর মিডিয়াতে তো যাবেই। সুতারাং সত্যকে চাপা দেওয়ার অবকাশ নেই। জনমত পক্ষে থাকলে প্রশাসন কোনো বিষয় নয়। আমরা জনগনের শক্তির কাছে মাথা নত করি। কারণ জনগণ সকল শক্তির উৎস।

যশোরের মনোনয়ন প্রত্যাশীর লাশ বুড়িগঙ্গায় পাওয়ার বিষয়ে কাদের বলেন, বুড়িগঙ্গা কেনো লাশ পাওয়া গেলো তা তদন্ত করে দেখতে হবে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে 'ডাল মে কুচ কালা হে'। তাদের নিজেদের মধ্যে সমস্যা আছে। যে ব্যক্তির লাশ পাওয়া গেছে তাকে সরিয়ে দিলে বিএপির সে আসনে অন্য প্রার্থী দাড়াতে পারবে। সেই চিন্তা থেকেই হয়তো তাকে হত্যা করা হয়েছে। এখানে আমাদের কোনো যোগসূত্র নেই। এটি বিএনপির অভ্যন্তরীণ ব্যাপার।

বিএনপির নয়া পল্টন কার্যালয়ের সামনে জনতার জোয়ার প্রসঙ্গে তিনি বলেন, পল্টনের জোয়ার, সাময়িক জোয়ার। সারা দেশে তাদের জনপ্রিয়তার কোনো জোয়ার নেই। ৩০ ডিসেম্বের নির্বাচনেই তারা টের পাবে জনগণের জোয়ার কি?

নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে কাদের বলেন, সীমিত আকারে ইভিএম ব্যবহার হবে। শুধুমাত্র কিছু প্রত্যন্ত অঞ্চলেই ইভিএমের ব্যবহার হবে। আমি যতটুকু জানি সারা বাংলাদেশে এটা ব্যবহার করে নির্বাচন করা হবে না।

শরীকদের কতটি আসন দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমারা আগে বলেছিলাম ৬৫ থেকে ৭০টি আসন শরীকদের দেওয়া হবে। তবে আমারা এখনো প্রার্থিদের ব্যাপারে খোজ-খবর নিচ্ছি। সুতারাং খোজ খবর নিয়ে পরিবর্তন করছি। যারা যোগ্য তারা মনোনয়ন পাবে। কারণ আমরা যেতার জন্য নির্বাচন করব।

বিএনপির অফিসের সামনে জ্বালাও পোড়াও সম্পর্কে তিনি বলেন, স্বাধীনতা উত্তর সময়ে সবচেয়ে বর্বোরোচিত মামলা বিরোধী দল করেছে। এটি নিন্দা যোগ্য একটি ব্যাপার।

তিনি বলেন, মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা এমন হামলা করেছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যে নির্বাচনে আগে থেকেই নানা প্রশ্ন থাকে বা শঙ্কা থাকে পরবির্তীতে শঙ্কার মেঘ কেটে যায়। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছি। যদিও সহিংসতার আশংকা উড়িয়ে দেওয়া যায় না। বিচ্ছিন্নভাবে কে অভিমত ব্যক্ত করলো এটা দিয়ে নির্বাচনের ভবিষ্যত কল্পনা করা যায় না।

পুলিশের উপর হামলা করা হয় আর পুলিশ দূরে সরে যায়। তারপরও কি মনে হয় বিএনপিকে রাখতে চাই। বিএনপি নির্বাচন থেকে সরে আসলে কি হাতে পায়ে ধরবো। বিএনপিকে সাথে নিয়ে নির্বাচন করতে চাই বলেই দেশের ইতিহাসে এক বিরল ঘটনার সৃষ্টি হয়েছে। যে খালেদা জিয়া তার ছোট ছেলে মারা যাওয়ার পর আমাদের নেত্রী দেখতে গিয়েছিল কিন্তু তাকে দরজা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সেই বিএনপির সাথে আমাদের নেত্রী কতটুকু উদার হলে সংলাপে বসেন। এটা তিনি করেছেন শুধুমাত্র দেশের মানুষের ভবিষ্যত ও গণতন্ত্রের ভবিষ্যত চিন্তা করেই।

তিনি আরও বলেন, আমরা অভিযোগ করেছিলাম বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাথে তারেক রহমানের ভিডিও কনফারেন্সের বৈধতা নিয়ে। নির্বাচন কমিশনের উচিত আমাদের অভিযোগ বা অন্য কোনো দলের অভিযোগ ক্ষতিয়ে দেখা।
 

Bootstrap Image Preview