Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে সাংবাদিকদের কাছে সহযোগীতা চেয়ে মতবিনিময় সভা

মীর খায়রুল আলম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৫:১৭ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৫:১৭ PM

bdmorning Image Preview


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে সম্পন্ন করতে সকলের সহযোগীতা কামনা করে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাফিজ-আল-আসাদ।

বৃহস্পাতিবার (২২নভেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। 

তিনি বলেন, আগামী ডিসেম্বরের শেষে জাতীয় নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে কেউ কোন প্রকার অরাজকতা সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রত্যেক নাগরিক তার দায়িত্ব পালন করবে।

একই সাথে জাতীর বিবেক সাংবাদিকগণ বিশেষ দায়িত্ব পালন করবে। আপনারা দেশ ও জাতীর কল্যাণে নিবেদিত প্রাণ হিসাবে কাজ করেন। তাই আপনাদের সহযোগীতা সবসময় কামনা করছি। আপনারা সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগীতা করবেন।

তিনি আরো বলেন, ইতোমধ্যে নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করতে মাঠে নেমেছে প্রশাসন। নির্বাচনকে কেন্দ্র করে কোন সহিংসতা করলেই কঠোর ব্যবস্থা নিতে সময় নেওয়া হবে না। সাধারণ মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে মাঠে থাকবে প্রশাসন।

দেবহাটায় এবার ৪০টি কেন্দ্রে নির্বাচনী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যেখানে ১৮৬টি বুথ থাকবে। কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনকারীদের তালিকা প্রস্তুত করার কাজ চলমান রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেই অবাধ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এর জন্য চাই সকলের সহযোগীতা।

এসময় নির্বাচনী পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর থেকে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রেখে গৃহীত বিভিন্ন কর্মসূচির বিবরণ দেন তিনি। এছাড়াও প্রার্থীদের নির্বাচনী আচারণ বিধি মেনে চলার বিষয়েও নির্দেশনা প্রদান করেন।

নির্বাচনকালীন সময়ের মধ্যে কোন প্রকার ওয়াজ-মাহফিল, সভা বন্ধ রাখার বিষয়ে অবহিত করেন। এমনকি প্রতীক বরাদ্ধ হওয়ার আগে প্রচার-প্রচারণার বন্ধ রাখতে হবে বলেও জানান তিনি। প্রতীক বরাদ্ধের পর সাদাকালো ব্যতীত কোন পোস্টার ব্যবহার করা যাবে না। পোস্টার আঠা দিয়ে টানিয়ে দিতে হবে। দেয়াল, খুঁটি, যানবহনসহ কোন স্থানে টাঙানো যাবে না। কোন প্রকার জীবন্ত প্রতীক ব্যবহার করা যাবে না।

এছাড়া প্রার্থী, কর্মীসহ সকল নাগরিকদের নির্বাচনী নিয়মনীতি মেনে চলতে হবে। জাতীয় নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ তাই সকলকে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলার নির্দেশ দেন ইউএনও। নির্বাচনের দিন পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা উল্লেখযোগ্য হওয়ার কথা বলেন। আর তাই উৎসব মুখর পরিবেশে নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাফিজ আল আসাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবু হুরাইরা, আব্দুর রব লিটু, এসএম নাসির উদ্দীন, নির্মল কুমার মন্ডল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসরা জসীমউদ্দীন, মৎস্য অফিসার বদরুজ্জামান, দেবহাটা থানার ওসি তদন্ত উজ্জল মৈত্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাচন অফিসার আব্দুল হাই, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, সাংবাদিক আবু তালেব, সৈয়দ রেজাউল করিম বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদুল আলম রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদস্য আজিজুল হক আরিফ, এমএ মামুন, কবির হোসেন, রুহুল আমিন, সাংবাদিক দিপঙ্কর বিশ্বাস, ডাঃ অহিদুজ্জামানসহ বিভিন্ন জায়গায় কর্মরত সংবাদকর্মীরা।   

Bootstrap Image Preview