Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মায়ের সঙ্গে ডামি হিসেবে বিএনপির প্রার্থী হলেন ইলিয়াসপুত্র আবরার

পাভেল সামাদ, বিশ্বনাথ প্রতিনিধি
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০৭:৪১ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০৯:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সিলেট-২ আসন (বিশ্বনাথ-ওসমানীনগর) মায়ের পর দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আবরার ইলিয়াস। এর আগে একই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

গতকাল বৃহস্পতিবার বিকালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে ফরম দুটি জমা দেন আবরার ইলিয়াস। মনোনয়ন প্রত্যাশী ও তাদের সঙ্গে আগত নেতাকর্মীদের ভিড়ের কারণে কার্যালয়ে যাননি তাহসিনা রুশদীর লুনা। তার সঙ্গে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি ওই সময় কার্যালয়ের নীচে অবস্থান করছিলেন।

মনোনয়ন ফরম জমা দিতে তাহসিনা রুশদির লুনা ও আবরাবের সঙ্গে ছিলেন-সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, বিএনপি নেতা জয়নাল আবেদীন, আলা উদ্দিন, এমাদ খান, যুবদল নেতা শাহিন আহমদ, স্বেচ্ছাসেবকদল নেতা সাদ্দাম মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য শাহ আমির উদ্দিন, ছাত্রদল নেতা আব্দুল কাইয়ূম, শিমুল মিয়া প্রমুখ।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, মায়ের সঙ্গে ডামি প্রার্থী হিসেবে আবরার ইলিয়াস মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মা-ছেলের মধ্যে মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে কোনো প্রতিযোগিতা নেই।

এম ইলিয়াস আলী ২০০১-২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ২০১০ সালে বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন তিনি। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানী ঢাকার ডিএসও এলাকা থেকে মধ্যরাতে তিনি ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন।

Bootstrap Image Preview