Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপির চেয়ে এগিয়ে আওয়ামী লীগ: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ১২:৪৫ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ১২:৪৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করে বলেন, সব জরিপ ও সমীক্ষায় বিএনপির চেয়ে জনপ্রিয়তায় অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, দুই তিনদিনের মধ্যে আমাদের দলীয় মনোনয়ন ও একসপ্তাহের মধ্যে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির কাজ শেষ হবে। আসন ভাগাভাগিতে আমরা আবারও পরিষ্কার করে দিতে চাই-যিনি জয়ী হবেন, কেবল তাকেই মনোনয়ন দেয়া হবে।

তিনি বলেন, জয়ী হবেন না, এমন প্রার্থীকে মনোনয়ন দিয়ে আমরা হারের ঝুঁকি কোনো অবস্থাতেই নেব না।

ওবায়দুল কাদের বলেন, আমরা আমাদের প্রতিপক্ষকে এত দুর্বল প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছি না। তিনি বলেন, আওয়ামী লীগ এগিয়ে আছে বলেই সুষ্ঠু ভোটে হেরে যাওয়ার ভয়ে বিএনপি নাশকতা করছে।

তিনি বলেন, আমরা ছয় মাস আগেও যেসব জায়গায় পিছিয়ে ছিলাম, এই মুহূর্তে সেই নির্বাচনী এলাকাগুলোতেও এগিয়ে রয়েছি।

‘আমার বিশ্বাস, আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি আওয়ামী লীগিই বিজয়ী হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি,’ বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Bootstrap Image Preview