Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাগড়াছড়ি আসনে বিএনপি'র মনোনয়ন ফরম নিলেন ওয়াদুদ ভূইয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৩:২৬ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৩:২৬ PM

bdmorning Image Preview


আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতার লক্ষ্যে মনোনয়ন ফরম তুলেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি জেলার সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া।

গতকাল সোমবার বিকাল ৫টায় দলীয় মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনেই দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপি নেতা মো: হাবিবুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি মো: জয়নাল আবেদীন সরকার ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়িতে তার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ আছে জানিয়ে সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভুইয়া মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, মনোনয়ন পেলে নেতাকর্মীসহ খাগড়াছড়িবাসীকে সাথে নিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে খাগড়াছড়ি আসন উপহার দিতে পারবো।

এদিকে ওয়াদুদ ভুইয়া‘র দলীয় মনোনয়ন ফরম গ্রহণের খবরে নড়েচড়ে বসেছে খাগড়াছড়ি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ওয়াদুদ ভুইয়ার হাত ধরেই আবার দু:সময় কাটিয়ে সুদিন আসবে এমনটাই প্রত্যাশা করছেন তৃণমূল কর্মীরা।

Bootstrap Image Preview