Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীতে ৩ নারীর লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৯:৫০ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৯:৫০ PM

bdmorning Image Preview


নীলফামারীর ডোমাের পৃথক ঘটনায় তিন নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে দুই জন গৃহবধূ ও একজন স্কুল ছাত্রী রয়েছে।

পুলিশ জানায়, একজন গৃহবধূ ও স্কুলছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ও অপর গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে তার স্বামীকে আটক করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী গ্রামের কৃষি কলেজ পাড়ায় শনিবার সকাল পারিবারিক কলহে স্বামী খোরশেদ আলম মঞ্জিল তার স্ত্রী আসমা খাতুনকে (২২) ঘরের দরজা বন্ধ করে মারপিট করতে থাকে। এর কিছুক্ষণ পর ঘরের ভেতর গলায় ফাস অবস্থায় ওই গৃহবধূর লাশ ঝুলতে দেখা যায়। এলাকাবাসী এ ঘটনায় ওই গৃহবধুর স্বামীকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার ও গৃহবধূর স্বামীকে আটক করে।

অপরদিকে, গাইড বই কেনা নিয়ে অভিভাবকদের গালমন্দের অভিমানে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া গ্রামের বাবু পাড়ার আমিজ উদ্দিনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী শাহানা বেগম (১৪) শুক্রবার রাতে নিজ ঘরের গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

একইদিন রাতে স্বামীর সঙ্গে পারিবারিক কলহে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা নিমোজখানা গ্রামে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তিন সন্তানের জননী অনিতা রানী রায় (৩০)। ওই গৃহবধূ উক্ত গ্রামের প্রমোদ চন্দ্র রায়ের স্ত্রী।

এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত ওসি মোকছেদ আলী বেপারী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, দুই গৃহবধূর মরদেহ শনিবার দুপুরে জেলার মর্গে ময়নাতদন্ত করা হয় ও পরিবার ও স্থানীয়দের কারো অভিযোগ না থাকায় স্কুলছাত্রী শাহানা বেগমের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview