Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মূল্য তালিকার সাথে যোগসাদৃশ্য নেই বাজার মূল্যের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০১:৪০ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০২:১১ PM

bdmorning Image Preview


রাজধানীতে বিভিন্ন উৎসব এলেই হাক-ডাক দিয়ে বাজার মনিটরিং শুরু করে সিটি কর্পোরেশন। কিন্তু এসব উৎসব শেষ হয়ে গেলেই শেষ হয়ে যায় বাজার মনিটরিং। বাজারের সামনে একটি মূল্য তালিকা দেওয়া থাকলেও নেই এর হালনাগাদ। যার ফলে এ মূল্য তালিকা তাদের তেমন কোনো কাজে আসে না বলে মনে করছেন ক্রেতারা।

ক্রেতারা বলছেন, বিভিন্ন উৎসব আসলে চারিদিকে দেখা যায় বাজার মনিটরিংয়ের ছড়া-ছড়ি। কিন্তু এসব উৎসব আচার অনুষ্ঠান শেষ হয়ে গেলে বাজারের সেই সিন্ডিকেট রয়ে যায় অধরা। তারা মনে করছেন বাজারকে স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং এর কোন বিকল্প নেই।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, বাজারের সামনে ঝুলে থাকা মূল্য তালিকার তেমন কোনো হালনাগাত হয় না বললেই চলে। দুই তিন মাস পর পর এসে এ মূল্য তালিকা পরিবর্তন করে দেয়া হয় কিন্তু কাঁচা বাজার তো নিত্য পরিবর্তনশীল প্রতিনিয়তই কাঁচাবাজারের মূল্য পরিবর্তিত হয় কিন্তু প্রতিদিন তো আর মূল্য তালিকা পরিবর্তন করতে লোক আসে না। যার ফলে বাজারের সাথে মূল্য তালিকা সামঞ্জস্য থাকে না।

আজ রাজধানীর হাতিরপুল বাজার, কারওয়ানবাজার, মিরপুর-৬ নাম্বার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে প্রতি কেজি সরু চাল বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬৮ টাকা। আর সিটি কর্পোরেশনের মূল্য তালিকায় দেওয়া আছে ৫২ থেকে ৬৪ টাকা। আর প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। সিটি ককর্পোরেশনের মূল্য তালিকায় যার মুল্য দেওয়া আছে ৮২ থেকে ৮৩ টাকা। দামের প্রায় আকই রকম তফাৎ দেখা গেছে  আটা, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন সবজির দামে। এছাড়া ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম নির্ধারণ করে দেওয়া হলেও তা মুল্য তালিকার চেয়ে কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে।

জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক হাতিরপুল বাজারের এক ব্যবসায়ী বিডিমর্নিংকে বলেন, দুই থেকে তিন মাস পরপর এসে মূল্য তালিকা পরিবর্তন করে সিটি কর্পোরেশনের লোকেরা। কিন্তু বাজার কি আর প্রতিদিন এক রকম থাকে। বাজার প্রতিনিয়ত পরিবর্তনশীল। কাঁচা বাজারের পণ্যের দাম সবসময় উঠানামা করে।

এ বিষয়ে কারওয়ান বাজারে বাজার করতে আসা সালেহা বেগম বিডিমর্নিংকে বলেন, সারা বছর বাজারের কোনো খোজ-খবর রাখে না কোনো সংস্থা। রমজান আসলে দেখা যায় সিটি কর্পোরেশন খুব হাকডাক পিটিয়ে বাজার মনিটরিং করে। কিন্তু রমজান শেষ হয়ে গেলেই সিটি কর্পোরেশনের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে বাজার করতে আসা ব্যাংক কর্মকর্তা হাসিবুর রহমান বলেন, সিটি কর্পোরেশনের উচিত প্রতিনিয়ত বাজারের মূল্য তালিকা হালনাগাদ করা। বাজারের মূল্যের সাথে সিটি কর্পোরেশনের মূল্য তালিকার কোনো মিল নাই। এটা আসলে খুবই দুঃখজনক।

এ বিষয়ে ক্যাবের (কনজিউমার আসোসিয়েশন অফ বাংলাদেশ) সভাপতি গোলাম রহমান বিডিমর্নিংকে বলেন, সিটি কর্পোরেশনের মূল্য তালিকার সাথে বাজার দরের অমিল থাকা হতাশাজনক। এতে করে ক্রেতাদের কাছে সিটি কর্পোরেশনের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। সুতারাং সিটি কর্পোরেশনের উচিত প্রতিনিয়ত বাজারের মূল্য তালিকা হালনাগাদ করা। এছাড়া বাজারের সরবরাহ বাড়ানোর জন্য তাদের কাজ করা উচিত। কারণ বাজারের সরবরাহ বাড়লে বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে।

Bootstrap Image Preview