Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৪:৪৭ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৪:৪৭ PM

bdmorning Image Preview
প্রতীকী


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেনের নিচে কাটা পড়ে সুমন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ নভেম্বর) বিকেল পৌনে ২টার দিকে কুলিয়ারচর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশের দ্বাড়িয়াকান্দি-কুলিয়ারচর সড়কের রেলক্রসিং সংলগ্ন এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমন উপজেলার উত্তর সালুয়া গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে অাসা ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত মৃত্যুর কারণ আত্মহত্যা কিনা দুর্ঘটনা তা জানা যায়নি।

এর অাগেও চার দিনের ব্যবধানে দু'জন ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। গত ২৯ অক্টোবর (সোমবার) দুপুর ১২টার দিকে উপজেলার আশ্রবপুর-নোকিয়াকান্দি নামক স্থানে রেলওয়ে ব্রিজের নিকট চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ৭৮৫ বিজয় এক্সপ্রেস আপ ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক মহিলার (৪০) মৃত্যু হয়। এখন পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।

ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ অাব্দুল মজিদ জানান, এ দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে অাসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

Bootstrap Image Preview