Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩ দফা দাবিতে ভৈরবে মানববন্ধন ও সমাবেশ 

রাজীবুল হাসান , ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৩:২৩ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৩:২৬ PM

bdmorning Image Preview


ভৈরবে ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ। তাদের দাবিগুলো হল, ভৈরবকে ৬৫ তম জেলা ঘোষণা করতে হবে, ভৈরব থেকে কিশোরগঞ্জ রেলপথে বাইপাস কার্যক্রম বন্ধ করতে হবে, ভৈরব রেলওয়ে স্টেশনে আন্তঃনগর জয়ন্তিকা ও উপকুল এক্সপ্রেসসহ ঢাকা-চট্টগ্রামগামী গুরুত্বপূর্ন আন্তঃনগর টেনের বিরতি দিয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।

ভৈরব নাগরিক সমাজ আয়োজনে আজ শুক্রবার সকালে রেলওয়ে স্টেশনের ফ্লাটফর্মে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সমাবেশে আন্দোলনকারী উপস্থিত বক্তারা তাদের দাবি পূরণের জন্য তিনদিনের আল্টিমেটাম দিয়ে বলেছেন, আমাদের দাবি না মানলে ৩দিন পর পরবর্তীতে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। 

সমাবেশে উপস্থিত কৃষকরা বলেন, জীবন যাবে ভৈরবের উপর দিয়ে কিশোরগঞ্জের রেলপথে বাইপাস দিব না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ভৈরব নাগরিক সমাজ কমিটির আহবায়ক মাহফুজুর রহমান, সদস্য রাসেল আহমেদ, মেহেদী হাসান রিয়াদ, রাফিজুল হাসান সানজিব, মোঃ রিয়াদ, ভৈরব চেম্বার অব কমার্স এর সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন, চেম্বার পরিচালক জাহিদুল হক জাভেদ, ভৈরব টিভি সমিতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি,ভৈরব শাখার  সভাপতি এবং যুগান্তরের ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম ভৈরবী, সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, ভৈরব পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ইফতেখার হোসেন বেনু। এছাড়া স্থানীয় সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নাগরিক সমাজ কমিটির আহবায়ক মাহফুজুর রহমান তার বক্তব্যে বলেন, কিশোরগঞ্জে রেলপথে বাইপাস হলে সরকারের ৬০/৭০ কোটি টাকা ব্যয় হবে। এতে জেলার তিনটি উপজেলার কিছু যাত্রীর সুবিধা ভোগ হলেও ভৈরবের হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়বে।

ভৈরব চেম্বার অব কর্মাস এর সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ভৈরব রেলওয়ে স্টেশনে জয়ন্তিকা ও উপকুল এক্সপ্রেস টেনের যাত্রা বিরতিসহ সকল বিরতির ট্রেনগুলির আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।

ভৈরব রিপোর্টার্স ক্লাবের সভাপতি তাজুল ইসলাম ভৈরবী তার বক্তব্যে বলেন, প্রয়াত রাষ্ট্রপ্রতি মো.জিল্লুর রহমান জীবিত থাকতে ভৈরবকে জেলা করার জন্য একটি গেজেটও প্রকাশিত হয়েছিল। ভৈরববাসীর প্রাণের দাবি ভৈরবকে জেলা ঘোষণা করতে হবে। বাইপাস নয় জেলা করার দাবি জানান তিনি।  

Bootstrap Image Preview