Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০১:৪২ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০১:৪৪ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে সুভেন্টু চাকমা (৩৮) নামে একজন নিহত হয়েছেন। দীঘিনালার মেরুং ইউনিয়নের দুর্গম নলিনী কুমার কার্বারী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সুভেন্টু চাকমা নলিনী কুমার কার্বারী পাড়া এলাকার শান্তি কুমার চাকমার ছেলে। তিনি ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর স্থানীয় কালেক্টর ছিলেন।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় অর্থ-সম্পাদক তমিজ চাকমা এ হত্যাকাণ্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিবিরোধী ইউপিডিএফকে দায়ী করে বলেন, সন্ত্রাসীরা সুভেন্টু চাকমা বাড়িতে এসে গুলি করে পালিয়ে যায়।

তবে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, ওই এলাকায় আমাদের কোনো সাংগঠনিক কার্যক্রমই নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দেব জানান, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ায় নিরাপত্তা বাহিনীসহ পুলিশের একটি দল মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা হয়েছে।

Bootstrap Image Preview