Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তরুণের সফলতা

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৩:২৬ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৩:২৬ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের ডালাস শহরের বিশ্ববিখ্যাত লকহিড মার্টিন ফাইটার জেট কোম্পানি আয়োজিত সাইবার কোয়েস্ট ইন্টারনেট সিকিউরিটি প্রতিযোগিতায় বাংলাদেশি তরুণ মাহিন হুসেন (১৬) ও তাঁর স্কুলটিম প্রথম স্থান অর্জন করেছে। প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশি ছিলেন মাহিন হুসেন।

প্রতিযোগিতাটি শনিবার (২০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ডালাস শহরের নিকটবর্তী ফোর্ট ওয়ার্থ শহরের লকহিড মার্টিনের অফিসে অনুষ্ঠিত হয়। বিশ্ববিখ্যাত যুদ্ধ বিমান F-16 এর নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন ফাইটার জেট কোম্পানি।

মাহিন যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেইটের ডালাসের রিচার্ডসন হাইস্কুল কম্পিউটার সাইন্সের ১১ গ্রেড এ পড়েন।

মাহিন হুসেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের নিজ ছত্তিশ গ্রামের ইঞ্জিনিয়ার জাকির হুসেনের বড় ছেলে। জাকির হুসেন পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ডালাসে বসবাস করছেন।

এদিকে, বিশ্ববিখ্যাত লকহিড মার্টিনের কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে মাহিনদের প্রতিযোগিতার সফলতার একাধিক ছবি প্রকাশ করেছে।

জানা যায়, পৃথিবীর বিশ্ববিখ্যাত যুদ্ধবিমান তৈরিকারী লকহিড মার্টিন ফাইটার জেট কোম্পানি সাইবার কোয়েস্ট ইন্টারনেট সিকিউরিটি প্রতিযোগিতার আয়োজন করে। এতে বাংলাদেশি তরুণ মাহিনের স্কুলের কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্ট টিম এ প্রতিযোগিতা অংশগ্রহণ করে।

বাংলাদেশী উদীয়মান তরুণ মাহিনের স্কুলের সাইন্স ডিপার্টমেন্টের টিম বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক পুরস্কার পেলেও এই প্রথম তাঁরা কোন প্রতিযোগিতায় প্রথম পুরুস্কার অর্জন করে।

এ ব্যাপারে মাহিন হুসেনের পিতা ইঞ্জিনিয়ার জাকির হুসেন মুঠোফোনে যুক্তরাষ্ট্র থেকে বলেন, আমি মনে করি আমার ছেলে আমার মতোই হয়েছে। তাঁর বয়সে আমিও বাংলাদেশে থাকতে অনেক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে তাঁরা একটি বেল্ট পান। 

Bootstrap Image Preview