Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে ৫ জেলের দণ্ড

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৩:২০ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৩:২০ PM

bdmorning Image Preview


ঝালকাঠির সুগন্ধা ও বিশখালী নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের অপরাধে ৫ জেলেকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) ভোর রাতে সিনিয়র মৎস্য কর্মকর্তা আ.ন.ম মুসফিকুস সালেহীন উপজেলার দেউরী দীয়াকুল এলাকার জেলে বাবু সহ অপর সহযোগী ৪ জেলেকে আটক করে। 

এসময় ২০ হাজার মিটার কারেন্ট জাল, ১২ কেজি ইলিশ জব্দ করা হয়।পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোফর্দ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা (রূপা) ওই ৫ জেলের ১ বছর করে কারাদণ্ড দেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা আ.ন.ম মুসফিকুস সালেহীন জানান, মা ইলিশ রক্ষায় আমাদের অব্যাহত অভিযানের শেষ মুহুর্তে আজ ভোর রাতে ৫ জেলেকে আটক, ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। 

আটকদের এক বছর করে জেল দেয় ভ্রাম্যমাণ আদালত, জাল পুড়িয়ে ফেরা হয় ও স্থানীয় এতিমখানায় ইলিশ বিতরণ করা হয়েছে। 

Bootstrap Image Preview