Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

হুসাইন মোহাম্মদ, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০২:০৭ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০২:৫১ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালিয়াকৈরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী সার্জন কুহু মুৎসুদ্দির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

রোগীরা জানায়, ওই ডাক্তার আসার পর থেকেই গাইনী বিভাগে হয়রানীর শিকার হতে হয় তাদের। রোগী দেখার সময় তাদের সাথে খারাপ আচরণ করে নির্দিষ্ট ক্লিনিকে যেতে বাধ্য করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চেম্বারের বাইরে স্থানীয় রোমাইসা ক্লিনিক ও দেওয়ান ক্লিনিকের দালালদের দৌরাত্ব দেখা যায়। ওই ডাক্তারের পোষ্য এসব দালালের খপ্পরে প্রতিনিয়ত পরতে হয় রোগীদের। কমিশন প্রাপ্তির নেশায় অতিরিক্ত পরীক্ষাও দিয়ে থাকেন ওই ডাক্তার। তার চেম্বারের সামনে ডিএনসি, এমআর এর জন্যও রয়েছে নির্দিষ্ট দালাল চক্র। যাদের মাধ্যমে তিনি অর্থআদায় করে থাকেন।

জানা যায়, তিনি ৩০ সেপ্টেম্বর সাহিদা আক্তার নামে এক রোগীকে রোমাইসা ক্লিনিকে পরীক্ষা করানোর জন্য চাপ প্রয়োগ করেন। অন্য ক্লিনিকে পরীক্ষা করাতে চাইলে রোগীকে বকাঝকাও করেন তিনি। ওই দিনই আম্বিয়া নামে এক রোগীকে সারে বারটার সময় দেরি হয়েছে বলে বের করে দেয় এবং ২টার পর দেওয়ান ক্লিনিকে আসতে বলেন।

সাহিদা জানায়, আমাকে পরীক্ষার জন্য জোর করে রোমাইসা ক্লিনিকে পাঠিয়ে। আমি অন্য জায়গায় যেতে চাইলে তখন সে বকা দেয়। 

অপর এক ভুক্তভোগী সালমা বলেন, অপারেশনের জন্য আমার কাছে ৮ হাজার টাকা চেয়েছে। আমি টাকা দিতে না পারায় সে আমাকে বকাঝকা দিয়ে জোরপুর্বক চেম্বার থেকে বের করে দেয়। পরে হাসপাতালের বড় ডাক্তারকে বিষয়টি জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দেওয়ান ও রোমাইসা ক্লিনিকের দালালরা বলেন, আমরা এখান থেকে রোগী ক্লিনিকে নিয়ে গেলে কমিশন পাই। অনেকেই বেতনে চাকরি করি। প্রত্যেক পরীক্ষার জন্য ডাক্তার ম্যাডামকে ক্লিনিক থেকে কমিশন দেয়।’

এ ব্যাপারে ডাঃ কুহুমুৎদ্দী বলেন, এসব অভিযোগ মিথ্যা। আমি জানি বাইরে দালাল আছে। তারা যদি আমার নাম বলে টাকা নেয় রোগীদের কাছ থেকে টাকা নেয়, তাহলে আমার কি করার আছে।   

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ খায়রুজ্জামান বলেন, সালমা নামে এক রোগী আমার কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।  

Bootstrap Image Preview