Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০২:১১ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০২:১১ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায়  কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
 

আজ বুধবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১২’শ ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এই সার ও বীজ বিতরণ করা হয়।  

এই কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী। উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার রুম্মান আকতারের সঞ্চালনায় কৃষি প্রনোদনা কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪০ জন কৃষককে গম, ৪’শ ৪০ জন কৃষককে ভুট্টা, ৪’শ ৫০ জন কৃষককে সরিষা,৭০ জন কৃষককে গ্রীষ্মকালীন মুগডাল এবং ২’শ ৮০ জন কৃষককে বোরো ধানসহ সর্বমোট ১২৮০জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ জানান, প্রনোদনা কর্মসূচীর আওতায় প্রত্যেক কৃষককে বীজের সাথে এক বিঘা (৩৩ শতাংশ) জমিতে গম ও ভুট্টা চাষের জন্য ডিএফপি ২০ কেজি ও এমওপি ১০ কেজি এবং সরিষা ও মুগডাল চাষে ডিএফপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে সার বিতরণ করা হয়েছে।

উক্ত কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। এছাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ভোরের কাগজ প্রতিনিধি মোঃ হারুন-উর রশীদ,সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি প্রভাষক আবু শহীদ, সহ-সাংগঠনিক সম্পাদক নবচেতনা প্রতিনিধি মেহেদি হাসান উজ্জল, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রজব আলী প্রমুখ। 

 
 

Bootstrap Image Preview