Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় দুর্গাপূজার অনুষ্ঠানে হামলা ঘটনায় যুবলীগের ৩ কর্মী গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৩:৫২ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৩:৫২ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় দুর্গাপূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা ও ভাংচুর মামলার এজাহারভুক্ত পলাতক আসামি পৌর যুবলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  

আজ শনিবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, ধুনট সদরের দক্ষিন অফিসার পাড়ার চাঁন মিয়ার ছেলে কামাল হোসেন রিপন (২২), কুঠিবাড়ি-কলেজপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে পারভেজ হোসেন (২১) ও বথুয়াবাড়ি গ্রামের আওয়ামী লীগ নেতা গোলজার হোসেনের ছেলে আবু রায়হান পলাশ (২২)।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তহিদুল ইসলামের নেতৃত্বে ৭ নেতাকর্মী ১৮ অক্টোবর রাতে দূর্গা পুজার সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাদকাসক্ত অবস্থায় যুবলীগ নেতা তহিদুল ইসলাম ও রায়হান বাবুকে আটক করে। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা বাদী হয়ে যুবলীগের ৭নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। গ্রেফতারকৃত রিপন, পারভেজ ও পলাশ ওই মামলার এজাহারভুক্ত আসামি।

ধুনট থানার ওসি খান মোঃ এরফান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত তি আসামি কুঠিবাড়ি-কলেজপাড়া পারভেজের ঘরে বসে মাদক দ্রব্য সেবনের প্রস্তুতি গ্রহন করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।  

Bootstrap Image Preview