Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ত্রিশালে জাইকার সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

নাজমুস সাকিব, (ত্রিশাল) ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ১০:১৫ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ১০:১৫ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদের আয়োজনে ২ দিনব্যাপি জাইকার সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার ত্রিশাল উপজেলার মাধমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসার শিক্ষক, ইমামদের সাথে যৌতুক, বাল্যবিবাহ, ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতার লক্ষে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী জাইকার সহায়তায় উপজেলা পরিষদ হলরুমে প্রথম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ময়মনসিংহ বিভাগের পরিচালক আব্দুল আলীম।

এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ময়মনসিংহ জেলার উপ-সচিব হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল জাকির, সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের পরিচালক মতিউর রহমান।

অনুষ্ঠান পনিচালনা করেন, প্রকল্প সমন্বয়কারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেসা বিউটি ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প প্রতিনিধি শাহনাজ পারভীন।

উল্লেখ্য, প্রথম দিনের প্রশিক্ষণে উপজেলার মাধমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসার ৭৫ জন প্রধান ও সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন। ১০ অক্টোবর ইমামদের নিয়ে সমাপনী দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।


 

Bootstrap Image Preview