Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় প্রাথমিক শিক্ষকদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৮:৫১ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৮:৫১ PM

bdmorning Image Preview


উখিয়া উপজেলায় পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সংবর্ধনা ও নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বরণ করে নিল বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, উখিয়া উপজেলা শাখা।

সোমবার (৮ অক্টোবর) বেলা ১০টায় উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বরণ ও সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ফুল দিয়ে সহকারী শিক্ষক থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২২ প্রধান শিক্ষককে সংবর্ধনা ও সদ্য নিয়োগপ্রাপ্ত ৪১ সহকারী শিক্ষক-শিক্ষিকাকে বরণ করে নেওয়া হয়।

শিক্ষক নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ।

বক্তারা বলেন, পিছিয়ে পড়া উখিয়ার শিক্ষা ব্যবস্থাকে দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষককে যথাযথভাবে দায়িত্ব পালন করে এগিয়ে ্নিতে হবে। এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি, উখিয়া উপজেলার সদস্য শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃৃৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান।

 

Bootstrap Image Preview