Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলায় কৈশোরকালীন যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক প্রশিক্ষণ

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৮:২৬ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৮:২৬ PM

bdmorning Image Preview


নওগাঁ পত্নীতলা উপজেলায় কৈশোরকালীন যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কেএমএইচ পত্নীতলা উচ্চ বিদ্যালয়ে ইযূথ এন্ডিং হাঙ্গার ইউনিটের আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও ইউ.পি সদস্যদেরকে নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

এতে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ওমর ফারুক। সেখানে শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন বিদ্যালয়ের সহ-শিক্ষক এহসানুল হাসান ও দি হাঙ্গার প্রজেক্টের ইউ.সি রবিউল ইসলাম প্রমুখ।

এ সময় সভাপতি তার বক্তব্য বলেন, প্রজনন স্বাস্থ্য বর্তমানে আর কোন গোপন বিষয় নয়, সুস্থ্য থাকতে চাইলে এ বিষয়ে আরো জানা প্রয়োজন।
উল্লেখ্য, কৈশোরকালীন যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে ৮ ও ৯ অক্টোবর প্রশিক্ষণ প্রদান করা হবে। তার ধারাবাহিকতায় আজ প্রথম দিন।

 

Bootstrap Image Preview