Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি না আসলে নির্বাচন থেমে থাকবে না: এলজিআরডিমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৭:২৪ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৭:২৪ PM

bdmorning Image Preview


মাগুরা প্রতিনিধি:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে ৫৪টি রাজনৈতিক দল রয়েছে, বিএনপি না আসলে নির্বাচন থেমে থাকবে না। আর নির্বাচনকালীন সরকারের কোন বিধান সংবিধানে নেই। তবে প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সময়ের সরকার ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে পারেন।

রবিবার (৭ অক্টোবর) বেলা ১২টায় মাগুরা জেলা পরিষদের ১০০ আসনের নতুন অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি নেতারা তাদের নেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করছেন। কিন্তু এতে সরকারের কোন এখতিয়ার নেই। জেল দিয়েছে আদালত, তাকে মুক্তির জন্য আদালতে অপিল করতে হবে। আর নয়তো রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে।

এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় ক্রিড়া প্রতিমন্ত্রী অ্যাড. শ্রী বীরেন শিকদার, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আব্দুল ওয়াহহাব, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, ফরিদপুর জেলা আওয়ামী সভাপতি অ্যাড. সুবোল চন্দ্র সাহা, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী প্রমুখ বক্তব্য রাখেন।

পরে জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দরিদ্র মেধাবী শিক্ষর্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং দলীয় কর্মীসভায় যোগ দেন মন্ত্রী।

Bootstrap Image Preview