Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের মোটরসাইকেলে রুপার গহনা!

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০১:১৭ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ১০:৩৬ AM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর থেকে ৩১ কেজি ২৫০ গ্রাম রুপার গহনা ও মোটরসাইকেলসহ ইউপি সদস্য খায়রুল ইসলামকে (৩৮) আটক করেছে বিজিবি।

গতকাল রবিবার সকাল ৯ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত খায়রুল ইসলাম উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের মাঝহারুল ইসলামের ছেলে। তিনি পারকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য।

বিজিবির পরিচালক জানান, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার বাড়াদি বিজিবি ক্যাম্পের হাবিলদার বীরেন এর নেতৃত্বে বিজিবির একটি দল ইউপি সদস্য খায়রুলকে তার বাড়ির সামনে থেকে মোটরসাইকেলসহ আটক করে। আটকের পর মোটরসাইকেল তল্লাশি করে লুকিয়ে রাখা ৩১ কেজি ২৫০ গ্রাম রুপার গহনা ও চাঁদি রুপা উদ্ধার করে। আটককৃত রুপার বাজার মূল্য ৪৫ লাখ ৩২ হাজার ২শ’ টাকা বলেও বিজিবি পরিচালক নিশ্চিত করেছেন।

আটককৃত খায়রুলকে রবিবার সন্ধ্যায় মামলাসহ দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে বিজিবি।

দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার খায়রুল ইসলাম জানান,আটককৃত খায়রুল ইসলাম চিহ্নিত মাদক ও স্বর্ণ-রৌপ্য ব্যবসায়ী।  
 

Bootstrap Image Preview