Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে উইবিডির কর্মশালা অনুষ্ঠিত

নারী ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১২:২৬ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১২:২৬ PM

bdmorning Image Preview


বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি এবং নতুন উদ্যোগীদের ব্যবসা সফল করার নানা দিক নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলহাইওয়ে টু বিজনেসশীর্ষক কর্মশালা কর্মশালাটির আয়োজন করেউইম্যান এন্ট্রাপ্রেনার বাংলাদেশ’(উইবিডি)

শুক্রবার ( অক্টোবর) বিকেলে রাজধানীর শুক্রাবাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসির্টির অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে

কর্মশালাটিতে নারীর ক্ষমতায়ন আরো বাড়াতে এবং নতুন উদ্যোগীদের ব্যবসা সফল করার নানা দিক নিয়ে আলোচনা হয় এবং কর্মশালার মাধ্যমে সদ্য ব্যবসা শুরু করা উদ্যোগীদের অগ্রযাত্রা কিভাবে আরো সহজতর করা যায় সেদিকটিকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় এছাড়াও ব্যবসা শুরু করা থেকে তা লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়ার নানা দিক নিয়েও আলোচনা করা হয়

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ অনুষদের চেয়ারম্যান শিবলি শাহরিয়ার

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডলফিন ডিজিটাল এর পরিচালক মনোয়ারুল ইসলাম রেবেল, উইবিডি এর প্রতিষ্ঠাতা সারমিন আক্তার সাজ, শাহীন' হেল্পলাইনের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, স্কিল জবস এর ম্যানোজার আব্দুল্লাহ আল মামুন বাদশা, বেঙগল গ্রুপ এর প্রশিক্ষক নাজমুল হোসেইন, ইনটের্যাক্টিভ আরটি ফ্যাক্ট লিমিটেড এর পরিচালক নুসরাত জাহান, নাইওরি এর প্রতিষ্ঠাতা সাজিয়া নিরমা, দি ম্যাগনেট এর ব্যবস্থাপনা পরিচালক নাসরিন মিলা প্রমুখ

Bootstrap Image Preview