Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফাইনালে পৌঁছাতে বাংলাদেশের প্রয়োজন ১৭৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০১:১০ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০১:১৮ PM

bdmorning Image Preview


এশিয়া কাপ অনুর্ধ্ব-১৯ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এ ম্যাচে ভারতীয় দল টসে জীতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বাংলাদেশের বোলিং তোপে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭২ রান তুলতে পেরেছে।

এশিয়া কাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে দলীয় ৩ রানের মাথায় ভারতীয় শিবিরে আঘাত আনেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। তবে দ্বিতীয় উইকেটে জাইসওয়াল আর অনুজ রাওয়াতের ৬৬ রানের জুটি ভারতীয় দলকে ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। ভংকর হয়ে ওঠা এই জুটিটি ভেঙে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন অধিনায়ক তৌহিদ হৃদয়।

দলীয় ৬৯ রানের অনুজ ৩৫ রানে ফিরলেই ধ্বস নামে ভারতীয় ব্যাটিংয়ে। পরের ১৮ রান তুলতেই ৩টি উইকেট হারায় তারা। যেখানে দলীয় ৭৭ রানেই জোড়া উইকেট তুলে নেয় বাংলাদেশ।

সপ্তম উইকেটে আবার প্রতিরোধ গড়ে তোলে ভারত। এ সময় বাদনি ও সামির চৌধুরি ব্যাট থেকে ৫৯ রানের জুটি ভারতীয় দলকে টেনে তোলে। দলীয় ১৩৬ রানে সময় বাদনি ব্যাক্তিগত ২৮ রানে ফিরে যান। তাকে ফেরান মিনহাজুর রহমান। 

দলীয় স্কোর ১৫০ হলে ক্রিজে থাকা অন্য সেট ব্যাটসম্যান সামিরের উইকেট হারায় ভারত। শরিফুলের বলে ৬৭ বল থেকে ৩৬ রান করে প্যাভিলনে ফেরেন তিনি। 

সামিরের বিদায়ের পর অজয় গ্যাংপুরম ছাড়া ভারতীয় আর কোনো ব্যাটসম্যানই প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশি বোলারদের সামনে। শেষ উইকেটে ৩৩ বল থেকে ১৭ রান করে তিনি বিদায় নিলে ১৭২ রানে থামে ভারতের ইনিংস। 

বাংলাদেশের হয়ে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন তৌহিদ হাসান, রিশাদ হোসেন ও মৃত্তুঞ্জন চৌধুরি। 

বাংলাদেশ দল: সাজিদ হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আকবর আলী, শামীম হোসেন, মিনহাজুর রহমান, মৃত্তুঞ্জয় চৌধুরী, রকিবুল হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম।

Bootstrap Image Preview