Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাবেক কাস্টমস কমিশনারের বিরুদ্ধে দুদকের মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ১১:১২ AM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ১১:১২ AM

bdmorning Image Preview


সাবেক কাস্টমস কমিশনার ও কাস্টম এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের বিরুদ্ধে ৬৯ লাখ ৫০ হাজার টাকার অবৈধ সম্পদের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা বাদী হয়ে রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন। নুরুল ইসলাম বর্তমানে পিআরএল ভোগ করছেন।

দুদক সূত্রে জানা যায়, ২০১১ সালের ৭ জুলাই দুদক তাকে সম্পদ বিবরণী দিতে নোটিশ করে। পরে তিনি ২৯ আগস্ট তার সম্পদ বিবরণী দুদকের সচিবের কাছে দাখিল করেন। তাতে তিনি মোট ৮ লাখ ৬৪ হাজার ২০০ টাকার টাকার স্থাবর সম্পদ ও ২০ লাখ ৯৪ হাজার টাকার অস্থাবর সম্পদের তথ্য দেন। ১ লাখ ২৫ হাজার ১৬৭ টাকা দায়দেনা আছে বলে উল্লেখ করেন।

পরে দুদক তার সম্পদ বিবরণী যাচাই-বাছাই করে দেখতে পায় তিনি অবৈধভাবে উপার্জিত ৬৯ লাখ ৫০ হাজার টাকার সম্পদ দাখিল করা বিবরণীতে গোপনপূর্বক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন- যা তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview