Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'আমার নামে না, পদ্মার নামেই পদ্মা সেতু হবে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ১২:৩৩ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ১২:৪২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


জাতিসংঘ সফর শেষে দেশে ফিরে গণভবনে দলীয় নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠককালে শেখ হাসিনা সাফ জানিয়ে দেন যে, পদ্মা সেতুর নাম তার নামে হবে না।

সোমবার সকালে ওই বৈঠকে উপস্থিত আওয়ামী কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন, পদ্মা সেতু করব বলছি, পদ্মা সেতু হবেই। কিন্তু সেতুর নাম শেখ হাসিনা সেতু হবে না। এটা পদ্মা সেতুই হবে।’

জানতে চাইলে ওই বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের আরও একজন নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন। আমাদের একজন নেতা বলেছিলেন, এই সেতু আপার নামে করা হোক। পরে নেত্রী অসন্তোষ জানিয়ে বলেছেন, ‘আমি নাম চাই না। মানুষের জন্য করেছি। বিশ্বব্যাংক অর্থ বরাদ্দ বাতিল করেছে। তারপরেও আমি এই সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছি। তবে এই সেতুর নাম আমার নামে হবে না।’

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বরাবরই নিজের নাম ব্যবহারে রাজি হন না। পদ্মা সেতুর ক্ষেত্রেও তিনি একই অভিমত ব্যক্ত করেছেন।

বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে সরে যাওয়ার পর নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সাহস দেখান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতু নির্মাণ নিয়ে শেখ হাসিনা শুরু থেকেই বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর পর চোখের সামনে মাথা তুলে দাঁড়ায় পদ্মা সেতু।

এর আগে ২০০৭ সালে পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১০ হাজার ১৬১ কোটি ৭২ লাখ টাকা। ২০১১ সালে প্রথম সংশোধনীতে ব্যয় বাড়ানো হয় ২০ হাজার ৫০৭ কোটি ২০ লাখ টাকা। এরপর দ্বিতীয় সংশোধনীতে আট হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। প্রকল্পটি ২০১৮ সালের মধ্যে বাস্তবায়ন করার কথা।

Bootstrap Image Preview