Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৪ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৪ PM

bdmorning Image Preview


নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিানের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

রবিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এ মানববন্ধনে অংশগ্রহন করে।

সরেজমিনে দেখা গেছে, নিরাপদ সড়কের দাবিতে উপজেলার মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের হাতে ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক সংক্রান্ত নানা সচেতনতামূলক বক্তব্য সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে শহীদ ময়েজউদ্দিন সড়কের এক পাশে শান্তিপূর্ণ অবস্থান নেয়।

এ সময় তাদের সাথে এসে যোগ দেয় ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও পথচারী। সড়কে আধা ঘন্টা অবস্থানের পর শিক্ষার্থীরা পূনরায় ক্লাসে ফিরে যায়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, এটা সরকারী জনসচেতনতামূলক কর্মসূচি। আর এতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব বিদ্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে আধা ঘন্টা অবস্থান নেয়।

Bootstrap Image Preview