Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে শিক্ষক অ্যাম্বাসেডর সম্মেলন অনুষ্ঠিত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৯ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৯ PM

bdmorning Image Preview


ফরিদপুরে শিক্ষক অ্যাম্বাসেডর সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ফরিদপুর জেলা শহরের কবি জসীমউদ্দীন হল রুমে এ অ্যাম্বেসেডর সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটির আয়োজন করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (ঢাকা ও ফরিদপুর) ও অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতা করেন ফরিদপুর জেলা প্রশাসন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।

এছাড়াও এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এটুআই প্রাগ্রামের ই-লার্নিং উপদেষ্টা প্রফেসর ফারুক আহমেদ, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশার্রফ আলী, জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ হিরক, ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর রুপেশ চন্দ্র চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান।

Bootstrap Image Preview