Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা উত্তরের প্যানেল মেয়রের ছেলে ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৭ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম রুবেলসহ তিনজনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। মিরপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে মিরপুর ১০ নম্বর ‘বি’ ব্লক থেকে তাদের গ্রেফতার করা হয়।

“গোপন সংবাদের ভিত্তিতে ১১৫টি ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”

এদিকে জামাল মোস্তফা বলছেন, নির্বাচন সামনে রেখে তার ‘জনপ্রিয়তা নষ্ট করতে’ একটি মহল তার ছেলেকে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ গ্রেফতার করিয়েছে। সেই মহল কারা-এ প্রশ্নে এই আওয়ামী লীগ নেতা বলেন, তানজিলা আক্তার শিউলী ওরফে সীমা নামের এক ‘মাদক চোরাকারবারিকে’ তিনি কিছু দিন আগে পুলিশে দিয়েছিলেন।

“তখন সে বলেছিল এর প্রতিশোধ নেবে। কাল রুবেল বাসায় ছিল। ফোন করে তার বন্ধু আওলাদ তাকে ডেকে নেয়। পরে ওই মহিলাসহ তাকে গ্রেফতার করা হয়। এটা তাদেরই কৌশল।”

তবে গ্রেফতার অন্যদের বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশের কাছে পাওয়া যায়নি।

Bootstrap Image Preview