Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাদুল্লাপুর রিকশাচালকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৫ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৩ AM

bdmorning Image Preview


গাইবান্ধার সাদুল্লাপুরে রিকশাচালক মিজানুর রহমান হত্যা মামলায় রুহুল আমিন (৪০) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা এ আদেশ দেন। এসময় আসমি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন সাদুল্ল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম শফিক এ তথ্য নিশ্চিত করে জানান, জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের মফিজল হকের ছেলে মিজানুর রহমান (১৯) পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

২০১৬ সালের ১৭ মার্চ সকালে রিকশা নিয়ে বের হন মিজানুর। এরপর গভীর রাতেও আর বাড়ি ফেরেন না। পরদিন সকালে বাড়ির কাছে পাতিল্যাকুড়া সড়কের ধারে একটি বাঁশবাগানে মিজানুরের লাশ পাওয়া যায়।

পিপি আরো জানান, এ ঘটনায় ওই দিনেই সাদুল্যাপুর থানায় হত্যা মামলা করে মিজানুরের পরিবার। পরে তদন্তে হত্যার রহস্য বের হয়ে আসে। হত্যার সঙ্গে রুহুল আমিন জড়িত বলে শনাক্ত করে পুলিশ। পুলিশের হাতে আটকের পর, অটোরিকশা ছিনতাই করে শ্বাসরোধে মিজানুরকে হত্যার কথা স্বীকার করে রুহুল আমিন। 

এরপর আরো তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোমবার বিকালে রুহুল আমিনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

Bootstrap Image Preview