Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মান সম্মত শিক্ষাই পারে জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে: ইউসুফ আব্দুল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৭ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৭ PM

bdmorning Image Preview


কুমিল্লা প্রতিনিধি

আধুনিক ও গুনগত মান সম্মত শিক্ষাই পারে একটি জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে।

শনিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা কোড়েরপাড় আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠানের সংসদ সদস্য, কোড়ের পাড় আদর্শ বিশ্ববিদ্যায় কলেজ প্রতিষ্ঠাতা ও সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ) প্রধান অতিথি হিসেব এসব কথা বলেন।

সংসদ সদস্য ইফসুফ আব্দুল্লাহ হারুন অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন, দেশ আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্য জননেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাই বর্তমানে শিক্ষার কোনি বকল্প নেই তাই আধুনিক গুনগত মান সম্পূন্ন মিক্ষা দেওয়া খুবই জরুরি।

তিনি বলেন, আপনার ছেলে মেয়েদের প্রতি নজর রাখবেন তাদের খোঁজ খবর নিবেন তারা নিয়মিত কলেজ যাচ্ছে কি না আর নাকি অন্য কোথাও গিয়ে সময় নষ্ট করছে। সেদিকে খেয়াল রাখতে হবে আর ছেলেরা যেন মাদকাসক্ত না হয় খেয়াল রাখতে হবে, তাহলেই ছেলেমেয়েরা আর খারাপ পথে যানে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগসহ সভাপতি মু’ রুহুল আমিন, মুরাদনগর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল আলম চিশতী, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান মোঃ রফকুল ইসলাম সরকার, কোড়েরপাড় আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ পরিচাল কমিটির সাবেক সদস্য মোঃ ইব্রাহিম সরকার। এড. আবুল কালাম আজাদ, ইউপি’র চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুল কাউয়ূম ভূইয়া, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, কোড়েরপাড় আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম সরকার,উপস্থাপনা করেন, অত্র কলেজের ইসলামী ইতিহাস বিভাগের অধ্যাপক মোঃ ওয়াহিদুর রহমান, অনুষ্ঠানে কলেজ সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সদস্য ও অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview