Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালথায় প্রিজাইডিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৮:১৪ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৮:১৪ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথা উপজেলার ৫০টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলা সালথা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রথম পর্যায় প্রশিক্ষণ শেষে আবার দুপুর ২টা থেকে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু হয়ে বিকাল ৫টা গিয়ে শেষ হয়।

উপজেলার সালথা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ সময় ফরিদপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়েত হোসেন ও জেলার প্রত্যেক উপজেলার নির্বাচন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview