Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ১১:১৫ AM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১১:১৫ AM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত পর্যবেক্ষণে দল পাঠাবে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার সুনিল অরোরাকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয় বলে ভারতে বাংলাদেশ হাইকমিশন নিশ্চিত করেছে। খবর বাসসের।

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীর সঙ্গে ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনিল অরোরার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে পর্যবেক্ষক পাঠানোর কথা জানান তিনি।

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয়, আসন্ন নির্বাচনের কাছাকাছি সময়ে ভারতের নির্বাচন কমিশন ৩-৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠাবে বলে নিশ্চিত করেছে।

হাইকমিশন সূত্র জানায়, ভারত সরকার পর্যবেক্ষক দল পাঠাতে এরই মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছে। তবে আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা ভারত থেকে বাংলাদেশে আসার জন্য হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেছেন।

হাইকমিশন সূত্রে বলা হয়েছে, বিবিসি, সিএনএনসহ প্রায় ৪০ জনের বেশি সাংবাদিক ভিসার জন্য আবেদন করেছেন।

Bootstrap Image Preview