Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সদরপুরে বর্নিল আয়োজনে বিজয় দিবস উদযাপন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৪:১৬ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৪:১৬ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সদরপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। আজ রবিবার সকাল থেকে নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। 

দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমী মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা হয়। ইউএনও পূরবী গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন এসিল্যান্ড সজল চন্দ্র শীল, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, কৃষি কর্মকর্তা বিধান রায়, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাশ, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, প্রকৌশলী কর্মকর্তা কাজী সেকেন্দার আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, সমবায় কর্মকর্তা সমীর কুমার বৈদ্যসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে সূর্যোদয়ের প্রাক্কালে ৩১বার তোপধ্বনি, স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে গমন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মহিলাদের ক্রিড়া অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠান, জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনা, হাসপাতাল, এতিমখানা ও হাজতখানায় উন্নতমানের খাবার পরিবেশন, একাদশ প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান বিজয়ের গানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্ত হয়।
 

Bootstrap Image Preview