Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহান বিজয় দিবস উপলক্ষে শ্যামনগরে নানান কর্মসূচি

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৮ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৮ PM

bdmorning Image Preview


মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচিগুলো হলো, উপজেলা প্রশাসন সুত্রে প্রকাশ ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন,৩১ বার তোপধব্বনী,সকাল ৭টায় গোপালপুর মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ,মাজার জিয়ারত ও দোয়া,সকাল ৮টা ৩০মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,মার্চপাষ্ট ও ডিসপ্লে,সকাল ১০.২৫মিনিটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,সকাল ১০.৪৫মিনিটে কিশোর-কিশোরীদের ক্রীড়া অনুষ্ঠান,বেলা ১১.৩০মিনিটে প্রীতি ফুটবল প্রতিযোগিতা বীর মুক্তিযোদ্ধা-সুশীল সমাজ-নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়,বাদ জোহর ও সুবিধামত সময়ে জাতির সমৃদ্ধি,অগ্রগতি মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি মাগফেরাত কামনা ও বিশেষ প্রার্থনা,দুপুর ১.৩০মিঃ হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাদ্য সরবরাহ,বেলা ২.৩০মিঃ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার শীর্ষক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান,সন্ধ্যা ৬টায় মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবনীমুলক প্রামাণ্যচিত্র প্রদর্শনী প্রমুখ।

দিবসটি উপলক্ষ্যে ১৪ ও ১৫ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় সুন্দর সুষ্ঠ,জাঁক- জমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।


 

Bootstrap Image Preview